বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে : বাম জোট

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি। ডেমরার সারুলিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করার দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে। নির্দলীয় তদারকি সরকার ছাড়া অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। সমাবেশ থেকে সংসদ ভেঙে দেওয়া ও সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দুর্নীতি-লুটপাট-অর্থ পাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। সপিবি ডেমরা থানা শাখার সম্পাদক শ্রমিকনেতা মো. গোফরানের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান প্রমুখ। তারা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বামপন্থি ও গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। সমাবেশ শেষে সারুলিয়া বাজার থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর