বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি টিম। তার নাম রেজওয়ান। গতকাল রাজধানীর মিরপুর-১০ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি পকেট রাউটার জব্দ করা হয়। ডিবিসূত্র জানান, রেজওয়ান দুদকের উপপরিচালক সিফাত উদ্দিনের নাম, পদবি ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন। এরপর বিভিন্ন পত্রিকা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের অনিয়মসংক্রান্ত তথ্য সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের টার্গেট করতেন। পরে টার্গেট ব্যক্তিদের ফোন করে তাদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করার কথা বলে এবং নানাভাবে ভয় দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন। রেজওয়ান স্বল্পশিক্ষিত। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কাজ করে আসছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর