বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৫২ ইটভাটা ও দুই খাদ্যপণ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে ১৫ দিনে বিএসটিআই কর্তৃপক্ষ ৫২ ইটভাটাসহ ৫৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। খাদ্যদ্রব্যে ভেজালরোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা করেন। অভিযান পরিচালনাকালে বিএসটিআইর গুণগতমান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট), চিপস ও বেকারি পণ্যের উৎপাদন এবং বিক্রি-বিতরণ অব্যাহত রাখার কারণে ৫২টি ক্লে-ব্রিকস (ইট), একটি চিপসের ফ্যাক্টরি ও একটি বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ৫৪টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ ও খন্দকার মো. জামিনুর রহমান।

বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় উপপরিচালক মফিজ উদ্দিন আহমাদ বলেন, দুই সপ্তাহে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ৫২টি ইটভাটা ও দুই খাদ্যপণ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ধরনের মামলা ও অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর