বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) মো. আমিনুল হকের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সাক্ষ্যদাতা হলেন জহিরুল হক। এর আগে কড়া নিরাপত্তা প্রহরার মধ্যে আসামিদের নারায়ণগঞ্জ আাদালতে আনা হয়। মামলার কার্যক্রম শেষে তাদের আবার নিরাপত্তা প্রহরার মধ্যে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নূর হোসেনসহ সাতজনের বিরুদ্ধে জহিরুল হক নামে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিউটি আক্তার বলেন, জহিরুল হক নামে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন। তিনি এ মামলায় ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন (তিনজন পলাতক)। প্রসঙ্গত, ২০২২ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালতে নূর হোসেনসহ ১০ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক এবং অস্ত্র মামলায় চার্জগঠন করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহজালাল বাদল, শাহজাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশি অস্ত্র উদ্ধার হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র মামলা করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এ দুই মামলার বিচার কার্যক্রম চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর