রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে হবে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনে নির্র্বাচনের অভিজ্ঞতা সুখকর নয়। যখন যারা ক্ষমতায় ছিল তারাই নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে। তাই জাতির প্রয়োজনে আবারও সংবিধান সংশোধন করে নিরপেক্ষ সরকার সংবিধানে প্রতিস্থাপন করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। গতকাল বিকালে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিসহ আট দফা দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দেন দলের নায়েবে আমির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর