শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিদেশিরা এসে নির্বাচন করে দিলে সমস্যার সমাধান হবে না

অধ্যাপক আবুল কাসেম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশে শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু চিন্তারও ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্য যে কোনো উপায়ে অবশ্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলোকে এই সক্ষমতা অর্জন করতে হবে। বিদেশিরা এসে নির্বাচন করে দিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গীয় সাহিত্য সভার উদ্যোগে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আবুল কাসেম ফজলুল হক।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেনি। এটা তাদের পারতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, শুধু নির্বাচন নয়, সংবিধানকে জনগণের পক্ষে তৈরি করার সংগ্রামে লিপ্ত হতে হবে। এ কাজে লেখক-বুদ্ধিজীবী-শিল্পীদের এগিয়ে আসতে হবে। আলোচনায় আরও অংশ নেন কবি চঞ্চল আশরাফ, কবি সাখাওয়াত টিপু, লেখক রাখাল রাহা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর