শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইসলামী রাষ্ট্রব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করে : খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করে। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রের সব স্তরের দায়িত্বশীলরা জনগণের সেবক হিসেবে ভূমিকা পালন করেন। ফলে তাদের স্বেচ্ছাচারী হওয়া, জনগণের ওপর দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়া, রাষ্ট্রের সম্পদ ছলে-বলে-কৌশলে করায়ত্ত করে আঙুল ফুলে কলাগাছ হওয়ার সুযোগ নেই। গতকাল রাজধানীর কেল্লার মোড়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ঢাকা মহানগরীর মাসিক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মো. মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা সাইফুল ইসলাম জামালী, শফিকুল ইসলাম, আবদুর রব প্রমুখ। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, এজিদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন হজরত হোসেইন রাদিআল্লাহু আনহু।

পবিত্র আশুরার দিনে কারবালার ময়দানে তাঁর এই অবিস্মরণীয় আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে খেলাফত আন্দোলনের কর্মীদের বাংলার জমিন থেকে সব ধরনের জুলুম-অত্যাচার, জ্বালাও-পোড়াও-এর রাজনীতি, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর