শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস কাল

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আগামীকাল। প্রতি বছর ৩০ জুলাই এ দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘রিচ এভরি ভিকটিম অব ট্রাফিকিং, লিভ নো ওয়ান বিহাইন্ড’।

বাংলাদেশ থেকে যেসব মানুষ পাচারের শিকার হয়, তার ৫১ শতাংশই পাচারকারীদের ফাঁদে পড়ে ভাগ্য ফেরাতে গিয়ে বা অর্থনৈতিক কারণে। এ দেশকে মানব পাচারের একটি উৎস দেশ ও রুট বলে গণ্য করা হয়।

গত বছরের এক আলোচনা সভায় বিভিন্ন মামলার তথ্য বিশ্লেষণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপস্থাপনায় এসব তুলে ধরা হয়।

সে সময় বলা হয়, সেসব ব্যক্তিকে পাচারের লক্ষ্যবস্তু বানানো হয়, যারা আসলে নানা সমস্যায় থাকে। অর্থনৈতিক সমস্যা ছাড়াও ভুক্তভোগীদের ঝুঁকির নানা ধরন রয়েছে। পাচারের শিকার ব্যক্তিদের ৯ শতাংশ শিশুকালে পিতা-মাতার স্নেহ থেকে বঞ্চিত। ৬ শতাংশের প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত ও তারা বিদেশি ভাষা জানে না। শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে ৩ শতাংশের। ভারত, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ইতালি, গ্রিস, পর্তুগাল, সাইপ্রাস, স্পেন এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, কাতার, ইরাক ও লিবিয়ায় বাংলাদেশিদের বেশি পাচার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর