বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরকারের প্রভাবমুক্ত নির্বাচন চায় ইসলামিক ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি পাঁচ দফা দাবিও জানিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাহী ক্ষমতা প্রদান করতে হবে; নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সরকারের নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখতে হবে; নির্বাচন কমিশনের সব পরামর্শ ও নির্দেশ রেডিও-টেলিভিশনসহ সব সম্প্রচার মিডিয়া ও কর্তৃপক্ষকে যথাযথ প্রচার করতে হবে। লিখিত বক্তব্যে আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, দেশে একটি শক্তিশালী ও টেকসই নির্বাচনী ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও মূলত স্বাধীন কি না তা নিয়ে বিতর্ক আছে। তাই একটি স্বাধীন ও সরকারের প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনের দাবি জানাই। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর ও যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক মাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর