শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি

নিজস্ব প্রতিবেদক

অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হল রুমে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. রাশেদ রাব্বির উপস্থাপনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন সোহেল। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, তামাকের কোনো ভালো গুণ নেই। তামাকজাতদ্রব্য ব্যবহারের ফলে মানবদেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়।

অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, আইনে যাই থাকুক, সব থেকে বড় কথা জনসচেতনতা বাড়ানো। দোকানে বিড়ি-সিগারেট খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে।

 

 

সর্বশেষ খবর