বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দেশের ৫ গ্যাস ক্ষেত্রে মজুদ আছে ৫ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস

--------- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের ৫ গ্যাস ক্ষেত্রে মজুদ আছে ৫ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট তৎকালীন ব্রিটিশ তেল কোম্পানি শেল অয়েল-এর কাছ থেকে কিনে পাঁচটি গ্যাস ক্ষেত্র রাষ্ট্রীয় মালিকানায় আনেন। এগুলো হচ্ছে- তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ। এই পাঁচটি গ্যাস ক্ষেত্রে চলতি বছরের জুন মাস পর্যন্ত উত্তোলন করা হয় ১০ দশমিক ২৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। যার মূল্য ৬ লাখ ২১ হাজার কোটি টাকা। আর গত জুলাই মাস পর্যন্ত এসব গ্যাস ক্ষেত্রে মজুদ আছে ৫ দশমিক ২৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। যার মূল্য ৩ লাখ ১৭ হাজার কোটি টাকা। গতকাল জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে অনলাইনে ‘জ্বালানি নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অবদান’ শীর্ষক স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সুলতান ও পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

সর্বশেষ খবর