বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে ওয়ালটন এটিএস এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক

ওয়ালটনের একক বৃহৎ আন্তর্জাতিক শিল্পমেলা অ্যাডভান্স টেকনোলজি সলিউশন (এটিএস) এক্সপো-২০২৩ শুরু হচ্ছে আজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুল নকশা হলে আয়োজিত এ মেলা চলবে ১২ আগস্ট পর্যন্ত। গতকাল মেলা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ওয়ালটনের ডিএমডি ও এক্সপোর চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি ও সিইও গোলাম মুর্শেদ, ডিএমডি মো. ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন।

গোলাম মুর্শেদ জানান, এটিএস এক্সপো হবে বাংলাদেশের একক কোনো প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক শিল্পমেলা। এক ছাদের নিচে পাওয়া যাবে ওয়ালটনের তৈরি বিশ্বমানের ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং ফ্যাসিলিটিস। এগুলোর বেশির ভাগ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ করে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশি শিল্পের ক্ষমতায়নে অবদান রাখতে পারে ওয়ালটন।

সর্বশেষ খবর