বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অপরাধ দমনে সক্রিয় পুলিশ

খুলনায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মাদক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরে অপরাধ দমনে মাঠে নেমেছে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিদেশি পিস্তল, গুলি, চাইনিজ কুড়াল, ইয়াবা, জালনোটসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক গতকাল কেএমপির সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী, অস্ত্রধারীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে লবণচরা পুলিশ বান্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। তার নামে বিভিন্ন থানায় আটটি হত্যা, চারটি চাঁদাবাজি, একটি অস্ত্র আইনেসহ ২৬টি মামলা চলমান রয়েছে। গত ডিসেম্বর মাসে গ্রেফতারের পর কিছুদিন সে কারাগারে ছিল। সম্প্রতি জামিনে বের হয়ে ৩০ হাজার টাকা চাঁদাবাজি করে। খবর পেয়ে পুলিশ একটি রামদা (বড় দা)সহ তাকে গ্রেফতার করে। এ ছাড়া নগর ডিবি পুলিশ খালিশপুর থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি চাপাতি, তিনটি চাইনিজ কুড়ালসহ কায়েস শিকদার (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।

সে এলাকায় আধিপত্য বিস্তার, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাে  জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর