শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
আজ আন্তর্জাতিক যুব দিবস

কর্মসংস্থানের জন্য তরুণদের ‘সবুজ-দক্ষতায়’ পারদর্শী করতে হবে

টিআইবি

নিজস্ব প্রতিবেদক

টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের অংশগ্রহণ নিশ্চিত করতে, বিশেষ করে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তরুণদের ‘সবুজ-দক্ষতায়’ পারদর্শী করে তুলতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ ও অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনার আলোকে দেশীয় ও আন্তর্জাতিক শ্রম-চাহিদা বিবেচনায় নিয়ে ‘জাতীয় সবুজ-দক্ষতা কৌশল’ প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। যুব দিবস উপলক্ষে গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশে জনগোষ্ঠীর এক-পঞ্চমাংশ তরুণ। বিপুল জনমিতিক সম্ভাবনাময় এই শক্তিকে সময়ের চাহিদা অনুযায়ী ‘সবুজ-দক্ষতায়’ পারদর্শী করে তোলা ও তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সহায়ক হিসেবে আট দফা সুপারিশ করেছে সংস্থাটি। তিনি বিবৃতিতে আরও বলেন, দেশের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করতে তরুণদের সবুজ-দক্ষতায় পারদর্শী হওয়া অপরিহার্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর