শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চায়না দুয়ারি জালে দেশি মাছের সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ১২টি উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদীতে চায়না দুয়ারি জাল দিয়ে দেদার মাছ শিকার করা হচ্ছে। এতে সংকটে পড়েছে দেশি প্রজাতির মাছ। সোনাতলায় নিষিদ্ধ এ জালের ব্যবহার সবচেয়ে বেশি। চায়না জাল দিয়ে মাছ শিকারিদের বিরুদ্ধে প্রশাসন কয়েক দফায় ব্যবস্থা নিলেও কাজের কাজ কিছু হচ্ছে না।

সোনাতলা উপজেলার স্থানীয় শিক্ষক নজরুল ইসলাম জানান, আগে এ উপজেলার নদী-নালা, খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেত।

ক্ষতিকর কিছু জাল বিশেষ করে চায়না দুয়ারি জালের কারণে বংশবৃদ্ধি কমে গেছে দেশি মাছের। সরকার মাছের উৎপাদন বৃদ্ধির জন্য নানা তৎপরতা গ্রহণ করলেও চায়না দুয়ারি জালের কারণে তা ব্যাহত হচ্ছে। সোনাতলা উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মাছের উৎপাদন বাড়ানোর জন্য    আমরা সরকারের নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছি। এক শ্রেণির অসাধু লোকের কারণে ভেস্তে যাচ্ছে সব উদ্যোগ।

এ মৎস্য কর্মকর্তা বলেন, আমরা প্রায়ই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারি জাল জব্দ করছি, নিচ্ছি প্রয়োজনীয় ব্যবস্থা।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি চায়না দুয়ারিসহ পরিবেশবিনাশী সব ধরনের জাল ব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর