শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরকারের বেঁধে দেওয়া দাম মানেন না ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারের বেঁধে দেওয়া দাম মানেন না ব্যবসায়ীরা : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যে কোনো পণ্য আমদানি করা হলে ব্যবসায়ীদের মুনাফা রেখেই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে সরকার মূল্য নির্ধারণ করে দেয়। তারপরও দেখা যায় অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রয় করে। সরকারের বেঁধে দেওয়া দাম মানেন না ব্যবসায়ীরা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক ছায়া সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী টিপু মুনশি বলেন, রমজান মাস এলেই পণ্যের দাম বাড়ে। দাম না কমালে আমদানি করা হবে এমন হুঁশিয়ারি দিলে দামও কমে। তিনি বলেন, ভোক্তাদের যেমন তার অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর