শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু জাদুঘরে আর্টিস্ট ক্যাম্প

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গবন্ধু জাদুঘরে আর্টিস্ট ক্যাম্প

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড : মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়’ শীর্ষক আর্টিস্ট ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেন দেশের খ্যাতিমান নবীন-প্রবীণ প্রায় ৪০ জন শিল্পী। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের আয়োজনে গতকাল ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী এই আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন শিল্পী মোহাম্মদ ইউনুস, তরুণ ঘোষ, বিপদ ভঞ্জন সেন কর্মকার, রণজিত দাস প্রমুখ। স্বাধীনতা চারুশিল্পী পরিষদের সদস্যসচিব আশরাফুল আলম ফখরুলের পরিচালনায় বক্তৃতা করেন মোহাম্মদ ইউনুস, রণজিৎ দাস, বিপদ ভঞ্জন সেন কর্মকার, জাহিদ মুস্তাফা, অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন। খ্যাতিমান এই শিল্পীরা ক্যানভাসে তাদের ভালোবাসার অর্ঘ্য দিয়ে এই ঐতিহাসিক স্থানে বঙ্গবন্ধুকে চিত্রিত করেন। ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডকে তুলে ধরেন। এ ছাড়া ’৭৫ পরবর্তী বাংলাদেশের বিভীষিকাময় পরিবেশের চিত্রও তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শিল্পীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বঙ্গবন্ধুকে, জাতির পিতার পরিবারকে, ১৫ আগস্ট হত্যাকা কে যেভাবে ক্যানভাসে তুলে ধরছেন তা ইতিহাস হয়ে থাকবে। আগামী প্রজন্ম এখান থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে, জানতে পারবে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে- কী ভয়াবহ ঘটনা সেদিন ঘটেছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর