শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তিনটি পৃথক এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ ও পানি উৎপাদন, মজুদ এবং বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব। এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত সাতটি বিভিন্ন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১০ এর অপস্ অফিসার, সিনিয়র এএসপি ফখরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টিম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় ভেজালবিরোধী অভিযান (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় বিএসটিআই-এর প্রতিনিধিরা সঙ্গে ছিলেন। তিনি আরও বলেন, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ এবং পানি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

র‌্যাব বলছে, জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জিএস ক্যাবলসকে ২ লাখ টাকা, বিকাশ কাটিং অ্যান্ড অ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটারকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স ইউনিক কমার্শিয়াল লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা, ফার্জ ল্যাবরেটরিজকে ৫ লাখ টাকা ও এসপি অ্যাগ্রো ট্রেডিংকে ২ লাখ টাকাসহ সর্বমোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর