শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে বাড়ল সূচক লেনদেন ৩০০ কোটির নিচে

নিজস্ব প্রতিবেদক

দুই দিন বড় দরপতনের পর সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে। চলতি বছরের ২৮ মার্চের পর ডিএসইতে এই প্রথম ৩০০ কোটি টাকার কম লেনদেন হলো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। এতে দুই বাজারেই মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। বাজারসংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠকের পর সূচকের উত্থান হয়।গতকাল মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধির সঙ্গে পৃথক দুটি বৈঠক করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসির এ বৈঠকের সংবাদ ছড়িয়ে পড়লে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়ে যায়। বৈঠকে সংশ্লিষ্টদের বাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানায় বিএসইসি কর্তৃপক্ষ। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ফান্ড ম্যানেজার ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে নতুন ফান্ড গঠন, ফান্ডের আকার বাড়ানো, আন্ডারলাইং অ্যাসেট বাড়ানো এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ খাতের উন্নয়ন ঘটাতে সবাইকে সচেষ্ট হতে বলেন। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৫১ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫২ কোটি ১ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২৮ মার্চের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো। গত ২৮ মার্চ বাজারটিতে ২৭২ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়।

টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর