শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে ৩ লাখ টাকা ছিনতাই

সাভার (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে র‌্যাব পরিচয়ে এক এনজিও কর্মীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, লিয়াকত হোসেন নামের এক ব্যক্তি সকালে ধামরাই কালামপুরের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের বাজার শাখা থেকে সঞ্চয়ের ৩ লাখ টাকা উত্তোলন করেন।

পরে ঋণের টাকা পরিশোধের জন্য ধামরাই পৌর এলাকায় অবস্থিত সাজেদা ফাউন্ডেশন নামের এক এনজিও অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তিনি ধামরাই ঢুলিভিটা এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে এবং কয়েকজন র‌্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে হাত-পা বেঁধে মারধর করে সঙ্গে থাকা নগদ অর্থ কেড়ে নিয়ে তাকে ঢাকা আরিচা মহাসড়কে জয়পুরা এলাকায় ফেলে দেয়।

এ বিষয়ে র‌্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, অভিযোগটি পেয়েছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, আমরাও তদন্ত করে দেখছি। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর