শিরোনাম
শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

গাড়িচাপায় বিমানকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় পদ্মা অয়েলের গাড়িচাপায় কর্তব্যরত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। মো. সাদ্দাম হোসেন নামে ওই ব্যক্তি এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে বিমানে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তব্যরত ছিলেন সাদ্দাম। উড়োজাহাজে তেলবাহী পদ্মা অয়েলের গাড়ি তাকে চাপা দেয়। অচেতন অবস্থায় সাদ্দামকে উত্তরার উইমেনস মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে আমরা এ দুর্ঘটনার সংবাদ পাই। ঘটনাস্থলে দ্রুত আমাদের একটি টিম যায়। সেখান থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। পরে সাদ্দাম হোসেনের লাশ উত্তরার উইমেনস মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় পদ্মা অয়েল কোম্পানির গাড়িটি জব্দসহ এর চালক এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর