শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ট্রিপল মার্ডার মামলায় সমঝোতার প্রস্তাব!

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালীতে ট্রিপল মার্ডার মামলায় সমঝোতা প্রস্তাব দিয়েছে আসামিরা। এ ব্যাপারে ১৩ সদস্যের কমিটি করে দিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। তারা মামলার বাদী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সমঝোতা  চেষ্টা করবেন। গতকাল ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। এতে আসামিরা হাজির হলেও মামলার বাদী ও অধিকাংশ ভুক্তভোগী উপস্থিত হননি। এদিকে স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় আসামিরা আবারও সংগঠিত হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে নগরীর মশিয়ালীতে প্রভাবশালী শেখ জাকারিয়া, জাফরিন ও মিল্টনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। ট্রিপল মার্ডার মামলার সাক্ষী রবিউল শেখ জানান, ‘ওই রাতে আমি ও আমার বাবাসহ গ্রামের অনেকে গুলিবিদ্ধ হই। এর মধ্যে তিনজন মারা যান। আসামিরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা কিছু দালাল নিযুক্ত করেছে। টাকা-পয়সা দিয়ে সমঝোতা প্রস্তাব দিচ্ছে। কিন্তু আমরা জীবনে তা মানব না।’ তিনি বলেন, ‘ইউপি চেয়ারম্যান সবসময় হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এখন তিনি কী করছেন বুঝতেছি না।’ তবে বৈঠকে উপস্থিত থাকা আরেক গ্রামবাসী মাসুম বিল্লাহ জানান, একটা দুর্ঘটনা ঘটেছে। দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টপাল্টি মামলাও দিয়েছে। এখন যেভাবে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সে ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে অনেকে সমঝোতা করতে আগ্রহী হওয়ায় তাদের নিয়ে বসেছি। আইনশৃঙ্খলার স্বার্থে কিছু করা যায় কি না দেখছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর