সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে। এগুলোর বেশি বেশি প্রচার করতে হবে। সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, জেলার বিভিন্ন সরকারি দফতরের মাধ্যমে বাস্তবায়নাধীন সরকারের উন্নয়ন কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে সম্পন্ন করতে হবে। এ ছাড়া সেবা প্রত্যাশীদের আরও কমসময়ে ও দুর্ভোগ কমিয়ে সেবা প্রদানের চেষ্টা করতে হবে। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ প্রমুখ।, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্ব স্ব সরকারি দফতর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর