সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

প্রথমদিনে উত্থানে শুরু শেয়ারবাজার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথমদিনে উত্থান দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি দাম বেড়েছে  বেশিরভাগ কোম্পানির শেয়ারের। বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৯০ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৬৩টির। আর ১৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন  বেড়ে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৯৯ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৪ পয়েন্ট।

 বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। দাম কমেছে ২৬টির এবং ৮৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর