সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় ছাদ থেকে লাফিয়ে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন- পল্লবীতে আফরোজা আক্তার মিমি (২১) এবং দারুস সালামে মোসা. এলিজা খাতুন (২৬)। গতকাল বিকালে পল্লবী থানার ডিওএসএইচ এলাকায় মিমি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। মিরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করতেন মিমি। তিনি পরিবারের সঙ্গে পল্লবী থানার ডিওএসএইচের ২৫২-২৫৪ নম্বর বাড়িতে থাকতেন। লক্ষ্মীপুর সদর থানার চরমন্ডল গ্রামের আফসার উদ্দিনের মেয়ে মিমি। মেয়েটির বাবার অভিযোগ, তাদেরকে মেহেদী হাসান জনি নামে এক ব্যক্তি পুলিশ দিয়ে হয়রানি করেছে। তবে পুলিশের ভাষ্য, এমন কোনো ঘটনা ঘটেনি। মিমির বাবা বলেন, জনি নিজেকে একটি ডেভেলপার কোম্পানির পরিচালক পরিচয় দিয়ে তার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়। পরে সে তার মেয়েকে একটি অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। এ ঘটনায় আফসার উদ্দিন চলতি বছরের ২৩ মে পল্লবী থানায় মামলা করেন। পরে জনিকে র‌্যাব গ্রেফতার করে। জামিনে বেরিয়ে জনি মেয়েটির পরিবারকে পুলিশি হয়রানিসহ নানা ধরনের ঝামেলা করে আসছিল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, ছাদ থেকে লাফিয়ে পড়ে একটি মেয়ের মৃত্যু হয়েছে। এদিকে, শনিবার রাত দেড়টার দিকে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজের পাশে রাজ্জাক টাওয়ারের হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে এলিজার মৃত্যু হয়।

 তিনি ধানমন্ডি শংকরে ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন। এলিজার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পাগলা দক্ষিণপাড়ায়। হতাশা থেকে এলিজা আত্মহত্যা করতে পারে বলে জানান তার বড় ভাই ফিরোজ হোসেন। গতকাল এসব তথ্য জানান দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর