রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রাম বিএনপির কার্যালয়ে পদবঞ্চিতদের তালা ভাঙল পদধারীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়েছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। খবর পেয়ে সেই তালা ভেঙে দলীয় কার্যালয়ে বসে প্রতিবাদ সভা করেছে পদধারী কমিটির নেতারা। গতকাল নগরের নিউমার্কেট দোস্ত বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

পদবঞ্চিত ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বলেন, ঘোষিত কমিটির অনেকেই বিবাহিত, প্রবাসী, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের কর্মচারী। কেন্দ্রীয় বিএনপির ছাত্রদল বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল জোর করে স্বাক্ষর নিয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হককে খুশি করার জন্য পকেট কমিটি দিয়েছেন। আমরা দ্রুত কমিটি বাতিল চাই, নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।

দলীয় কার্যালয়ে তালা দেওয়ার খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্যসচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। এ সময় তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদলের নেতারা। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, নুর শাহেদ খান রিপন, সদস্য ফয়সাল সিকদার সোহান, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুন, মহিন উদ্দিন, জুহাইর, জিহাদ। তারা বলেন, দলীয় কার্যালয় আমাদের আবেগ অনুভূতির স্থান। আমাদের আবেগ অনুভূতি স্থানে যারা আঘাত করার স্পর্ধা দেখিয়েছে তাদের কালো হাত অচিরেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

গত ১১ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। কেন্দ্রীয় বিএনপির ছাত্র সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দিকে অভিযোগ তুলে তারা বলেন, ত্যাগী নির্যাতিত নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে। তারা ঘোষিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। সর্বশেষ জেলা বিএনপির অফিসে তালা দিয়ে তার প্রতিবাদ জানিয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর