রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত । ট্রাকের হোস পাইপে করে পাচার

পেট্রাপোল স্থলবন্দরে ধরা পড়ল ৩ কোটি রুপির সোনার বার

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার এ সোনা ধরা পড়ে। এগুলো পাচার করা হচ্ছিল ট্রাকের হোস পাইপে করে। এ বিষয়ে গতকাল বিএসএফের একটি বিবৃতিতে বলা হয়, ২৫ আগস্ট ভোর সোয়া ৪টা নাগাদ আইসিপি পেট্রাপোলের কর্মীরা যানবাহন চেকিংয়ের সময় বেনাপোল থেকে আসা একটি সন্দেহজনক ট্রাক (রেজি নং WB৪১E ৯৫৯৫) আটকায়। ট্রাকটিতে তল্লাশির সময় জওয়ানরা হোস পাইপের কাছে তৈরি একটি গর্ত থেকে টেপ দিয়ে মোড়ানো এবং কাপড়ে বাঁধা ৪৫টি সোনার বার উদ্ধার করেন। এরপরই ওই মালামালসহ ট্রাকটিকে জব্দ করা হয়। এই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক চালককে আটক করে হেফাজতে নেওয়া হয়। সম্রাট বিশ্বাস নামের ওই ট্রাকচালক উত্তর ২৪ পরগনা জেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা।

বিএসএফ জানায়, জব্দকৃত সোনার ওজন ৫২৪২. ৯১০ গ্রাম এবং যার মূল্য আনুমানিক ৩,০৭,৪৪,৪২৪ রুপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালক সম্রাট বিশ্বাস জানিয়েছেন, তিনি ট্রাক চালক হিসেবে নিয়মিত রফতানি পণ্য নিয়ে বাংলাদেশে যান। গত ২১ আগস্ট একটি ট্রাকে স্পঞ্জ আয়রন বোঝাই করে বাংলাদেশে গিয়েছিলেন। ২৫ আগস্ট ভারতে ফেরার সময় বেনাপোল আইসিপির বাংলাদেশ পার্কিং এলাকায় বেনাপোলের বাসিন্দা সুমন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি তাকে ওই ৪৫টি স্বর্ণের বার দিয়েছিলেন। সুমন মণ্ডলের নির্দেশে ভারতে এসে ওই বারগুলো গোপালনগর গ্রামের সালাম মণ্ডলের হাতে তুলে দেওয়ার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর