শিরোনাম
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার চাই না : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

এনপিপি চেয়ারম্যানের নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে ছালাউদ্দিন ছালু আরও বলেন, বিএনপিসহ কিছুদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়কের প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), আবদুল হাই সরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর