রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের নজির নেই : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কোনো নজির বর্তমান সরকার দেখাতে পারেনি। ২০১৪ সালে অনেক প্রার্থী নির্বাচন ছাড়াই নির্বাচিত হয়েছে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। তাই মানুষ ভোটের অধিকার পেতে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেখতে চায়।

গতকাল রাজধানীর ফেনী সমিতি মিলনায়তনে ‘নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে’র দাবিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আল্লামা ইসমাঈল নুরপুরী আরও বলেন, মাওলানা মামুনুল হক দীর্ঘ দুই বছরের বেশি সময় কারাবন্দি রয়েছেন। চোর, ডাকাত ও দুর্নীতিবাজরা মুক্তি পেলেও মাওলানা মামুনুল হকসহ আলেমরা মুক্তি পাচ্ছেন না।

সভায় আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে ওলামায়ে ইসলামের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মাওলানা আবদুর রব ইউসুফী, আয়োজক দলের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করিম জালালী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর