শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতীয় জনতার জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় জনতার জোট’ নামে আরও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ছয় দল মিলে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়। যদিও এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নেই। দলগুলো সবার কাছে পরিচিতও নয়। তবে জোটের নেতারা বলেছেন- তাঁরা নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়েও পাননি। তাঁদের এই জোট আওয়ামী লীগ বা বিএনপিপন্থি কোনোটাই নয়। নতুন এই জোটের দলগুলো হলো- বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনতা ঐক্য, বাংলাদেশ মানবতাবাদী পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা এবং জাতীয় জনতার জোটের আত্মপ্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার। উপস্থিত ছিলেন নৈতিক সমাজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমসা আমিন। সভায় সভাপতিত্ব করেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোটের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর