সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সূচক লেনদেন উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। গত কয়েকদিন শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। গতকাল সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৩৫টির। আর ১৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৪৭ লাখ টাকা। এর মাধ্যমে চলতি বছরের ২ আগস্টের পর ডিএসইতে আবারও ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। লেনদেনের শীর্ষ ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৫৬ কোটি ৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইনস্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। দাম কমেছে ২১টির এবং ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৮ কোটি ৩৬ লাখ টাকা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর