সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি আলাউদ্দিন গ্রেফতার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলাউদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. আলাউদ্দিন সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। র‌্যাব জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় পৌঁছলে কিছু সন্ত্রাসী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে তিনটি মামলা করা হয়। ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেন। গ্রেফতার আলাউদ্দিন ওই হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন চুয়াডাঙ্গার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। সে সময় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর