সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে ইবি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

১৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। তবে শিক্ষার্থী সংশ্লিষ্ট জরুরি কাজ, চিকিৎসা, সনদপত্র উত্তোলন সংক্রান্ত কাজ অব্যাহত রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অফিস সময় তারা এ কর্মবিরতি পালন করেন। অফিস চলাকালীন সব অফিসিয়াল কাজ থেকে তারা কর্মবিরতি পালন করেন। গত জুলাই মাসে একই দাবিতে লাগাতার প্রায় ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন কর্মকর্তারা। কর্মকর্তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো- চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি হতে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহারসহ সিন্ডিকেটের অনুমোদিত কর্মচারীদের পদোন্নতি নীতিমালার বিশেষ টিকার আলোকে ১১ জন প্রশাসনিক কর্মকর্তাকে শাখা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করতে হবে।

কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছি। এ প্রশাসন দাবি মেনে নেয় কিন্তু কোনো ব্যবস্থা নেয় না।  আগস্ট মাস শোকের মাস বলে আমরা সব আন্দোলন থেকে বিরত ছিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর