সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীতে আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শহরে আনন্দ-উল্লাস আর নেচে-গেয়ে প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপদযাপন করেছে আদিবাসীদের অধিকার আদায়ের সংগঠন ‘জাতীয় আদিবাসী পরিষদ’। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে সরকারের কাছে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ মোট ৯ দফা দাবি উত্থাপন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতারা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল গণকপাড়া মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি চলাকালীন শহরের বিভিন্ন স্থানে নিজস্ব বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গানে মেতে ওঠেন আদিবাসী জনগোষ্ঠীর নারীরা। এর আগে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অনিল মারান্ডির সহধর্মিণী আগস্তিনা মুরমু। সভাপতিত্ব করেন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি আইনজীবী বাবুল রবিদাস। এ সময় সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে নিজেদের ৯ দফা দাবি তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর