সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে অংশগ্রহণে ভয় পায় : শামীম

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়। পরাজয়ের ভয়েই তারা ২০১৪ সালের নির্বাচন বয়কট করেছিল। পরে নিবন্ধন বাতিলের ভয়ে ১৮ সালে নির্বাচনে অংশগ্রহণের নামে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত ছিল। তারা আগামী নির্বাচন ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। যারা গণতন্ত্রের নামে নির্বাচন ঠেকাতে চায় জনগণ তাদের প্রতিহত করবে। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম মিল্টন প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর