সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সরকারের পাপ হিসাব করলে মামলা হবে ১০ কোটি : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘সাইবার নিরাপত্তা আইন : বাকস্বাধীনতা হরণের নয়া হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, সরকারের পাপ হিসাব করলে মামলা হবে ১০ কোটি। তারা বলেন, কারও কোনো মতামত না নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সরকার সাইবার নিরাপত্তা আইন করছে। এটি ‘নতুন বোতলে পুরনো মদ’। ফ্যাসিবাদী সরকার সাংবাদিক ও দেশের জনগণকে ভয়ে রাখতে এ আইন প্রণয়ন করছে। আমরা এ আইন বাতিল চাই। বক্তারা বলেন, মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সরকার যে পাপ করেছে সেটি হিসাব করলে ১০ কোটি মামলা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর