মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
বরিশালে জাপা নেতার ওপর হামলা

মামলা হয়নি, দুই পক্ষের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোর্তুজা আবেদীনের ওপর হামলার ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। কোনো পক্ষ থানায় অভিযোগও দেয়নি। তবে ওই ঘটনায় জেলা ও মহানগর জাতীয় পার্টি বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার দাবি করেছেন। অপরদিকে মহানগর শ্রমিক লীগও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রাইজ আহমেদ মান্নাকে হত্যাচেষ্টার বিচার দাবি করেছেন। গত রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর পোর্ট রোড সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মোর্তুজা আবেদীনের ওপর হামলার অভিযোগ করা হয় মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না ও তার সহযোগীর বিরুদ্ধে। এ সময় তার লাইসেন্সকৃত পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ মোর্তুজার। এদিকে রইজ আহমেদ মান্নার দাবি, মোর্তুজা তার পিস্তল দিয়ে গুলি করে তাকে (মান্না) হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ তাকে পিস্তলসহ ধরে থানায় সোপর্দ করে। যদিও গতকাল বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করেননি সাবেক কাউন্সিলর মোর্তুজা। এমনকি থানায় কোনো অভিযোগও দেননি। অপরদিকে মান্না তাকে হত্যার চেষ্টার মৌখিক অভিযোগ করলেও থানায় কোনো মামলা করেননি। দেননি কোনো লিখিত অভিযোগও।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, পোর্ট রোডে গত রবিবার সংঘটিত ঘটনায় থানায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর