মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি (২০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, শুক্রবার অগ্নিদগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রবিবার রাতে ওসমান গণি নামের একজন মারা যান। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই সঙ্গে আগুনে তার শ্বাসনালিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভর্তিকৃতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি সাতজনের হাসপাতালে চিকিৎসা চলছে। সবার অবস্থা আশঙ্কাজনক। সবাই ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। পুড়ে যায় শ্বাসনালিও। 

জানা যায়, শুক্রবার সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা এফবি লাকি নামের একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন। ছয় নম্বর ঘাটে নোঙর করা ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

 

সর্বশেষ খবর