মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে মনিপাল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে দেশের চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেবে ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান মনিপাল হাসপাতাল। এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যেই করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভারতের মনিপাল হাসপাতাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।’ মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার এভিপি মি. ভিকাস তায়েব বলেছেন, ‘স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির দ্রুত এগুচ্ছে। চিকিৎসকরা নিজেদের সাম্প্রতিক অগ্রগতির সঙ্গে নিজেদের ভালোভাবে দক্ষ করে তুলছেন কিনা তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় অতিথি ছিলেন ভারতের মনিপাল হাসপাতালের আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার আঞ্চলিক প্রধান রাম গোপাল বর্ধন, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা পরিষেবার চিফ ম্যানেজার ডা. অরুণ চক্রবর্তী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মায়নুল হাসান সোহেল, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।

সর্বশেষ খবর