মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার ও ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাঁচটি মৌলিক বিষয় নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তার অন্যতম হচ্ছে চিকিৎসাব্যবস্থা। কিন্তু এই সরকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারেনি।

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। কৃষিবিদ শামীমুর রহমান শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান।

সর্বশেষ খবর