মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

২২১ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে নতুন করে আরও ২২১ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত পাঁচ কর্মকর্তাও আছেন। গতরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে ২১৫ জনকে।

পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম বিসিএসের কর্মকর্তাদের অগ্রাধিকার পেয়েছে বেশি। দীর্ঘদিন ধরে যুগ্ম সচিব হওয়ার আশায় দিন গুনছিলেন কর্মকর্তারা। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছিলেন, যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে এমন সম্ভাবনার কথা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে যুগ্ম সচিবের ৩৩২টি পদে কর্মরত আছেন ৭২৫ কর্মকর্তা। নতুন পদোন্নতিতে যুগ্ম সচিবের সংখ্যা এখন ৯৫০ প্রায়।

সর্বশেষ খবর