বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে দগ্ধ সাতজনকে ঢাকায় আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মিরাবাজার দাদা পীরের মাজার-সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনের কম্প্রেসার কক্ষে বিস্ফোরণে নয়জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী ও দুজন পথচারী। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় গতকাল কোতোয়ালি থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ মামলা না করলে ওই জিডির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর