বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পুলিশ কনস্টেবলের বৃদ্ধা মাকে হত্যা খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর পশ্চিম টুটপাড়ায় অণিমা দাস (৬৩) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত অণিমা দাস সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শুভেন্দু দাসের মা ও বাগেরহাটে ফকিরহাট বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী। নিহতের গলা ও কানে স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গয়না নিয়ে গেছে হত্যাকারীরা। অণিমা দাস তার আট বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সকালে সুভেন্দুকে তার বোন ফোন করে জানান মা ফোন রিসিভ করছে না। এরপর তিনি বাড়িতে গিয়ে মায়ের লাশ দেখতে পান। খুলনা সদর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, এটি একটি হত্যাকান্ড। নিহতের শরীরে আঘাত চিহ্ন রয়েছে। যারা বাড়িতে এসেছিল তীর্থ তাদের দরজা খুলে ভিতরে ঢুকতে দেয়। হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

 

সর্বশেষ খবর