বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝরনায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ পর্যটক এ কে এম নাইমুল হাসানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল দুপুরে সীতাকুন্ডের বাঁশবাড়িয়ায় বিলাসী ঝরনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাইমুল হাসান চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার আবুল কাশেমের ছেলে। আগ্রাবাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুর রাজ্জাক বলেন, গতকাল সকালে বাঁশবাড়িয়ার বিলাসী ঝরনায় বেড়াতে যান নাইমুল হাসান। এ সময় ঝরনার পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে সকাল ১১টায় তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ খবর