শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাক্ষরতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৬ দশমিক শূন্য ৮ শতাংশ। সে হিসাবে এখনো দেশে ২৩ দশমিক ৯২ শতাংশ ব্যক্তি নিরক্ষর। আর গত বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে সাক্ষরতার হার ছিল ৭৪ দশমিক ৬৬ শতাংশ। সেই হিসাবে মন্ত্রণালয় বলছে, এক বছরে দেশে সাক্ষরতার হার বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গণশিক্ষা সচিব এ সময় বলেন, নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চলবে না। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এখন যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোকেও নিবন্ধন নিতে হবে। বর্তমানে যে স্কুলগুলো আছে, এর মাত্র ১০ শতাংশ নিবন্ধিত। বাকি ৯০ শতাংশ অনিবন্ধিত। অনিবন্ধিত এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধন নেওয়ার জন্য তিন মাস সময় দেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর