রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের আগে-পরের পরিস্থিতি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শুভ নয়

রানা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের আগে এবং পরের সময় দেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, আগামী চার মাস পর নির্বাচন। বাংলাদেশের নির্বাচন নিয়ে পরাশক্তিগুলো নিজেদের মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এক্ষেত্রে বলতে চাই, সামনের দিনগুলো খুব শুভ নয়। একটি অশুভ পরিস্থিতি আমরা সবাই মিলে মুখোমুখি হতে পারি।

গতকাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অলকা ঘোষ। সম্মেলন উদ্বোধন করেন ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর