রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্দলীয় সরকার গঠনের ব্যবস্থা সরকারকেই করতে হবে

খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জি বলেছেন, একটা নির্দলীয় সরকার গঠনের ব্যবস্থা সরকারকেই করতে হবে। যে  কোনো উপায়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে তা হবে কামিয়াবি ও সফল নির্বাচন। আশা করছি, আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম-মহাসচিব মীর ইদ্রিস, ইমতিয়াজ আলম, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি আবদুল মাজেদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, হাবীবুল্লাহ মিয়াজী প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর