সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

সাভার (ঢাকা) প্রতিনিধি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোর অব মিলিটারি পুলিশের সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। গতকাল সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশের পঞ্চম কোর পুনর্মিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান এই আহ্বান জানান। সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারি পুলিশের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের এই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। তিনি সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও কোর অব মিলিটারি পুলিশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর