সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৮০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই মাস পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেনের গতি বাড়ার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেড়েছে সবকটি মূল্যসূচক। দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সবকটি মূল্যসূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। বাজারটিতে গত ২০ জুলাইয়ের পর সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৯৭ কোটি ৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৭০ কোটি ৬১ লাখ টাকা।  লেনদেনের শীর্ষে ছিল প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার।  কোম্পানিটির ৪৩ কোটি ৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় শীর্ষ ছিল ৩৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩৩  কোটি ৩৩ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৫টির এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ৬ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ১১ কোটি ৫৮ লাখ টাকা।

 

 

সর্বশেষ খবর