সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিটিআরসির নতুন ইন্টারনেট প্যাকেজ নির্ধারণ

তিন দিনের ডেটা প্যাকেজ হবে সাত দিনের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট প্যাকেজের নতুন নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করেছে। এতে থাকছে না ইন্টারনেটের ৩ ও ১৫ দিন মেয়াদি ডেটা প্যাকেজ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশিকা-২০২৩’ সংক্রান্ত সভায় এ নতুন প্যাকেজ ঘোষণা দেওয়া হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে তিন দিনের ডেটা প্যাকেজ সাত দিন মেয়াদে গ্রাহকদের দিতে হবে মোবাইল অপারেটরদের। এ ছাড়া ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজও রাখা হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ছাড়াও মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর